Monday, December 18, 2017

জেএসসি ও জেডিসি'র ফল প্রকাশ আগামী ৩০ ডিসেম্বর

স্বদেশবার্তা ডেস্কঃ আগামী ৩০শে ডিসেম্বর জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশ হবে। সোমবার বেলা ১২টার দিকে ডেমরা মাতুয়াল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান।

তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল  হস্তান্তর করা হবে। তারপর নিজ নিজ স্কুল থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। 

প্রশ্ন ফাঁস বিষয়ে তিনি বলেন,  ‘অনেক আগে থেকেই প্রশ্ন ফাঁস হচ্ছে। আগে বিজি প্রেস ছিল প্রশ্ন ফাঁসের আখড়া। এখন শিক্ষকরাই প্রশ্ন ফাঁস করছেন। সরকারকে বিপদে ফেলতেই শিক্ষকরা প্রশ্ন ফাঁস করছেন।

পাঠ্যপুস্তক উৎসব সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে ২০১৮ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। আর ১ জানুয়ারিতে সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। সেদিনও সব শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, এবার আজিমপুর গর্ভমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হবে। ২০১৮ শিক্ষাবর্ষের জন্য ৩৫ কোটি ৪২ লাখ ১৬২টি পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। এরই মধ্যে সারাদেশে ৯৭ শতাংশ বই পৌঁছে গেছে। চলতি সপ্তাহের মধ্যে বাকি বই পৌঁছে যাবে।

শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বইয়ের বোঝা কমানোর কাজ শুরু হয়েছে। এ বছর সম্পূর্ণ কালারফুল ও উন্নত মানের কাগজে বই ছাপানো হয়েছে।’ এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মুফাদ আহমেদ চৌধুরী, জাতীয় পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারয়ণচন্দ্র সাহাসহ মন্ত্রাণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments: